কক্সবাজারে সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার
- By Jamini Roy --
- 03 December, 2024
কক্সবাজারের সেন্টমার্টিন প্রবালদ্বীপে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মঙ্গলবার (৩ ডিসেম্বর) হাইকোর্ট রিট খারিজ করেছে। গত রোববার (১ ডিসেম্বর) সকালে প্রথমবারের মতো সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করেছে বার আউলিয়া জাহাজ, যা ৬৫৩ যাত্রী নিয়ে রওনা হয় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি ঘাট থেকে।
এমভি বার আউলিয়ার পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনটি জাহাজ ছাড়ার পরিকল্পনা থাকলেও যাত্রী সংকটের কারণে কেবল বার আউলিয়া ছাড়তে সক্ষম হয়েছে। জাহাজটির ধারণ ক্ষমতা ৮৫০ হলেও প্রথম দিনে ৬৫৩ জন যাত্রী নিয়েই সেন্টমার্টিনের পথে রওনা দেয়। অন্য দুটি জাহাজ, কেয়ারী সিন্দাবাদ ও কর্ণফুলী এক্সপ্রেস, যাত্রী সংকটের কারণে চলাচল করেনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত যৌথ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান, ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে ভ্রমণের জন্য দৈনিক দুই হাজার পর্যটকের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে পর্যটকদের পলিথিন ও প্লাস্টিক ব্যবহার রোধে পরিবেশ অধিদফতর কঠোর ব্যবস্থা নিচ্ছে।
২০২৩ সালের জানুয়ারি মাসে মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে সেন্টমার্টিনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এরপর ইনানী সৈকত থেকে জাহাজ চলাচল শুরু হলেও ঘূর্ণিঝড় দানার কারণে ইনানী জেটি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পর আবার কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় পর্যটক ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী জানান, রোববার প্রথমদিনে ৬৫৩ যাত্রী নিয়ে বার আউলিয়া সেন্টমার্টিনের উদ্দেশে রওনা করেছে।
এভাবে সেন্টমার্টিনে ভ্রমণ ও জাহাজ চলাচলের নতুন নিয়মগুলি কার্যকর হওয়ার পর আবারও পর্যটন প্রাণবন্ত হয়ে উঠেছে।